নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে কারা ভোটের মাঠে নামবেন, প্রথম দিনে মনোনয়ন বোর্ডের বৈঠকে যাদের দলীয় মনোনয়ন চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এখনি তাদের নাম প্রকাশ করছে না ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। বৈঠকে যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তা জানা যাবে শনিবার। এদিন দলীয় মনোনয়ন প্রাপ্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার,২৩ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডে রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। কারা মনোনয়ন পাবেন তাদের নাম ২৫ নভেম্বর, শনিবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। আজকে রংপুর বিভাগে ৩৩ ও রাজশাহী বিভাগের ৩৯টি সর্বমোট ৭২টি আসনে নৌকার দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত নাম প্রকাশ করতে পারবো না। মনোনয়ন বোর্ডে দলীয় মনোনয়ন কারা পেয়েছেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল (শুক্রবার) সকাল ১০ পর্যন্ত মুলতবি করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে বিপুল পরিমাণ আবেদন থেকে বৃহস্পতিবার দুই বিভাগের সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়। এজন্য সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের সভায় যোগ দেন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাদ পড়ছে বর্তমানরাও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নৌকার মাঝি হয়ে সংসদে বসেছিলেন, তাদের কেউ কেউ এবার বাদও পড়ছেন।প্রার্থী বাছাই ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।
বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগে আমরা দেখি কারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহ করে, তারপর সিদ্ধান্ত নেবো।
দ্বাদশ সংসদ নির্বাচন তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ২০২৪ ইং নির্বাচন ও ভোট গ্রহণ। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর; বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তির সময়সীমা ৬ থেকে ১৫ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।