সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

চলাচলের একমাত্র রাস্তা কেটে ফেলায় চরম দুর্ভোগে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩ প্রদর্শন করেছেন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন ডেমরা থানার মাতুয়াইল ৬৫ নং ওয়ার্ড এলাকার হাজী বাদশা মিয়া রোডস্থ নিউ টাউন আবাসিক এলাকায় ৬ নং রোডে গত (২৮ নভেম্বর, মঙ্গলবার) দুপুর ১২ টায় প্রায় পঞ্চাশ শতাধিক পরিবারের একমাত্র চলাচলের রাস্তাটি একই এলাকার মান্নান মুন্সী ও বাসেদ গং এর যোগসাজশে ভেকু দিয়ে কেটে দেন মৃত আব্দুল সোবহানের ছেলে সাহিদুল হক জুয়েল চৌধুরী। এতে করে রাস্তাটি চলাচলের অযোগ্য ও অনুপযোগী হয়ে পড়ায় কয়েকশত মানুষ চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন প্রতিনিয়ত।

বিষয়টি নিশ্চিত হতে সরেজমিনে উপস্থিত হয়ে জানা যায়, চলাচলের রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারণে বসবাসকারী সর্ব সাধারণের চলাফেরা করতে চরম ভোগান্তিতে পড়েছেন। কেটে ফেলা রাস্তাটিতে চলাচল করতে গিয়ে অনেকেই উল্টে পড়ে গিয়ে আহতও হয়েছেন। একমাত্র চলাচল করার রাস্তাটিতে এখন বয়স্কদের ঘর থেকে বের হওয়া অনেকাংশে বন্ধ হয়ে গেছে। চলাচল করতে একমাত্র রাস্তাটি দিয়েই সকলের মসজিদে নামাজ পড়া, অফিসে যাতায়াত, বাজার করা, বাচ্চাদের স্কুল ও মাদ্রাসার যাতায়াত করতে আসা যাওয়া সহ নানা কাজে ব্যবহার হতো যা এখন কিছুই করতে পারে না এলাকার সর্বসাধারণ জনগণ। যাতায়াতের রাস্তাটি কেটে ফেলার কারনে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এমন টাই বলছেন এই এলাকার বসবাসকারী পুরোনো বাসিন্দারা।

স্থানীয় গণমাধ্যমকর্মী পেয়ারুল ইসলাম জানান, আমাদের এলাকার সামাজিক সিদ্ধান্ত ও সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী সবাই কমপক্ষে ৬ ফিট করে জমি ছেড়ে বাড়ি করতে হয় আমিও তাই করেছি। আমরা এখানে বসবাসকারী সবাই সেভাবেই নিয়ম মেনে চলাফেরা করছি। যাতায়াতের রাস্তাটি প্রসস্থ (১২) ফুটের হলে চলাচল করতে সকলের উপকারে আসে এখানকার বসবাসকারীদের চলাচলের সুবিধা হয় এবং দেখতেও ভালো লাগে। আমরা এই রাস্তাটি দীর্ঘ প্রায় ২০/২৫ বছর যাবত ব্যবহার করে আসছি। আমরা এখানে বসবাসকারী পূর্বে এই বিষয়টি নিয়ে (৩ এপ্রিল, ২০২১) সালের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৬৫ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আলহাজ্ব মোঃ সামসুদ্দীন ভূইয়া সেন্টুর কার্যালয়ে গিয়েছি। তিনি সরেজমিনে উপস্থিত হয়ে উক্ত রাস্তাটি পরিদর্শন করেছেন এবং রাস্তাটিতে চলাচলের জন্য ব্যবহৃত বসবাসকারী ও এলাকাবাসীর উপস্থিতিতে উক্ত রাস্তাটি ১২ ফিটের রাস্তা হিসেবে ঘোষণা করেন। ঘোষণার পরপরই এখানকার বসবাসকারীরা সবাই মিলে কয়েক লক্ষ টাকা খরচ করে রাস্তাটি নির্মান করেছি। অথচ (২৮ নভেম্বর, ২০২৩) মঙ্গলবার দুপুর ১২ টার সময় এলাকায় বসবাসকারী পরিবারের পুরুষ সদস্যরা জীবিকার তাগিদে অফিসের কাজে বাহিরে থাকেন এই ফাঁকে উক্ত রাস্তার জন্য ৬ ফুট জমি না দেয়ার পায়তারা করে অন্যায় ভাবে মাটি কাটার ভেকু ব্যবহার করে রাস্তাটি কেটে ফেলে এলাকায় একটি আতংক সৃষ্টি করা হয়েছে।

স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনার সময় আরও উপস্থিত ছিলেন মোঃ জুলহাস উদ্দিন, মোঃ মোবারক হোসেন, বদরুল হায়দার চৌধুরী, আবুল হাশেম সহ আরো অনেক এলাকাবাসী।

রাস্তা কাটার বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের অনুমতি বা অনুমোদন আছে কিনা প্রশ্ন করলে স্থানীয় জনপ্রতিনিধি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ সামসুদ্দীন ভূইয়া সেন্টু বলেন, এই রাস্তাটি দীর্ঘ দিনের পুরোনো এবং এখানকার বসবাসকারীদের সব রাস্তা গুলো যার যার প্লট থেকে ৬ ফুট করে ছেড়ে ১২ ফুটের রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তাটি পরিকল্পিত ১২ ফুটের রাস্তা। রাস্তাটি কেটে ফেলা হয়েছে বলে ইতিমধ্যে আমার কাছে ঐখানে বসবাসকারী অনেক মুরুব্বি অভিযোগ নিয়ে এসেছেন। আমি তাদেরকে তাৎক্ষনিক আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা নিতে বলেছি এবং আমি নিজেও সেখানে উপস্থিত হয়ে বিষয়টি দেখে আসার জন্য পরিকল্পনা নিয়েছি।

এ বিষয়ে ডিএমপি ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, আমি গতকাল সাইনবোর্ডে ডিউটিরত অবস্থায় ছিলাম আমি বিষয়টি শুনামাত্রই সাথে সাথে সারজমিনে উপস্থিত হয়ে রাস্তাটি পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে এলাকাবাসীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার অফিসারকে পরবর্তী দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।

চলাচলের রাস্তাটি কেন কেটে ফেলা হয়েছে বিষয়টি জানতে সাহিদুল হক জুয়েল চৌধুরীকে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি কোন কল রিসিভ করেননি। স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজের একাধিক ব্যক্তি বলেন, চলাচলের রাস্তাটি কেটে ফেলা এটা একটা অমানবিক কাজ হয়েছে। জনগণের চলাচলের এমন গুরুত্বপূর্ণ রাস্তাটি কেটে ফেলার কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অতিসত্বর বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করে অতিদ্রুত সমাধান করতে জরুরী মনে করছেন এলাকাবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ