নিজস্ব প্রতিবেদক: হাইওয়ে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) এর সভাপতিত্বে হাইওয়ে পুলিশ হেডকোর্য়ার্টাসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার(প্রশাসন) অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া এর সঞ্চালনায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে নিরাপত্তা বিষয়ক, শৃঙ্খলা বিষয়ক, স্বাস্থ্য সেবা বিষয়ক আলোচনা করার পাশাপাশি সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সমস্যা উপস্থাপন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
উক্ত কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনার পাশাপাশি হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
এসময় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার(স্টাফ অফিসার টু অ্যাডিশনাল আইজি) সহ হাইওয়ে পুলিশের অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।