বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ।
এক বার্তায় তিনি বলেন, আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয়ের এ মাসেই বীরের জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্মরণীয় দিন। মুক্তির জয়গানে মুখরিত হয়ে বাঙালি জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান সেই অকুতোভয় বীরদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ বিজয়। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরন করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর নেতৃত্বের কারণে আমরা আজ বাংলাদেশ নামক একটি ভূখণ্ড পেয়েছি।
মামুন আহমেদ রাশেদ আরও বলেন, ১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের। আবারও সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। “জয় বাংলা জয় বঙ্গবন্ধু”