নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব গাজী আরিফুল ইসলাম আলিনূর।
এক বার্তায় তিনি বলেন, আসছে ১৬ ডিসেম্বর আমাদের ৫২তম মহান বিজয় দিবস। বিজয়ের এ মাসেই বীরের জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্মরণীয় দিন। মুক্তির জয়গানে মুখর জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান সেই অকুতোভয় বীরদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ বিজয়।
ছাত্রলীগ নেতা আলহাজ্ব গাজী আরিফুল ইসলাম আলিনূর বলেন,এ মাস বাঙালি জাতির বিজয়ের মাস। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয় যাদের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি আমি তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর কারণে আজ আমরা বাংলাদেশ নামক একটি ভূখণ্ড পেয়েছি।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের। আবারও সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। “জয় বাংলা জয় বঙ্গবন্ধু”