সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

নাফ নদীতে ভাসমান অবস্থায় ৪৫ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ (কক্সবাজার প্রতিনিধি)
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৮৪ প্রদর্শন করেছেন

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ (কক্সবাজার প্রতিনিধি): টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে ৪৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ বিজিবিএমএস গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১৮ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ হ্যাচারখাল নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।

উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধী টহলদল উক্ত এলাকায় গমন করে দুইটি ভাগে বিভক্ত হয়ে একটি টহলদল কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং অপর একটি টহলদল নাফনদীতে নৌ টহলরত অবস্থায় থাকে।

বিজিবি টহলদলটি চারজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূণ্যলাইন অতিক্রম করে হ্যাচারখাল এলাকার দিকে আসতে দেখে। এসময় উভয় টহলদল নৌকাটিকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিগণ রাতের অন্ধকারের সুযোগে নাফ নদীতে একটি ব্যাগ ফেলে দিয়ে দ্রুত সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে নাফ নদীতে ভাসমান অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৪৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদকদব্য বহনের দায়ে নৌকাটিও জব্দ করা হয়।

তিনি আরো জানান,পরবর্তীতে টহলদল উক্ত এলাকায় দীর্ঘক্ষণ পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ