অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি : উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এতে অসহায় হয়ে পড়ছে হতদরিদ্র ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাদের এ দূর্ভোগের সময়ে পাশে দাড়িয়েছে আইএফআইসি ব্যাংক।
আইএফআইসি ব্যাংকের রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে রাণীশংকৈল আইএফআইসি ব্যাংকে অন্তত ১০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় মনিরুজ্জামান, হৃদয় রানা , তন্ময় বসাক, শহিদুল ইসলাম রকি, উৎপল বসাক কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত সবাই আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বানও জানান।
আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইএফআইসি ব্যাংকের রাণীশংকৈল উপজেলা শাখার ম্যানেজার আব্দুলাহ আল আরাফাত।