সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকলেই ঐক্যবদ্ধ

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ প্রদর্শন করেছেন

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দিন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত কে সংসদীয় আসনে নির্বাচিত করতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ এর নেতৃত্বে বিপুল সংখ্যক কর্মী সমর্থক ও ভোটারদের উপস্থিতিতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে উপজেলার পিরোজপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ ফিরোজ জামান মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের নৌকার প্রার্থী আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত এর সহধর্মিনী রুবিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন ছোট বোন মিষ্টি, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু’র সহধর্মিণী বিউটি আক্তার সহ অন্যান্যরা।

সভার শুরুতেই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ এর নেতৃত্বে উপস্থিত কর্মী সমর্থকরা আমন্ত্রিত অতিথিদের নানা আয়োজন করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ফুল দিয়ে তৈরি করা নৌকা প্রতীক সভার প্রধান অতিথির হাতে তুলে দেন।

মতবিনিময় সভার বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত কে নির্বাচিত করতে সকল ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। উপস্থিত সকল ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো বিপুল ভোটে আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত কে বিজয়ী করার দৃঢ় প্রতিজ্ঞা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ