বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি):দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এর পক্ষে নৌকার প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁও উপজেলার মোরাগাপাড়া চৌরাস্তায় দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী মোয়াজ্জেম হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনে নৌকার প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত কে সংসদীয় আসনে নির্বাচিত করতে উপজেলার সকল আ. লীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের কাছে যেতে হবে। এবং নৌকায় ভোট চেয়ে প্রচার প্রচারণা করতে হবে। আগামী ৭ জানুয়ারি ভোটাররা যেন উৎসব মুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে এবং এই আসনে নৌকার প্রার্থী আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
মতবিনিময় সভা শেষে উপজেলা আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের কাছে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করে প্রচারণা করেন কাজী মোয়াজ্জেম হোসেন।
এসময় সোনারগাঁও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ্ মোঃ সোহাগ রনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক নেকবর হোসেন নাহিদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ, আনিস আহমেদ সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।