বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকায় দুস্থ, অসহায় ৪৫০ টি পরিবারের মাঝে প্রিমিয়ার ব্যাংক এর চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম ইকবাল এর উদ্যোগে মেঘনাঘাট শাখার পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংক, মেঘনা ঘাট শাখার ম্যানেজার এস এম ছদরুল আলম তুহিন (FVP)।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা গন এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব সেলিম রেজা সহ মেঘনা শিল্পাঞ্চলের অন্যান্যরা।