রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:২০ অপরাহ্ন

গত ৭১ দিনে ৩০৩ অগ্নিসংযোগের ঘটনায় নিহত ৮

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৪২ প্রদর্শন করেছেন

নিজস্ব প্রতিবেদক: ৭১ দিনে ৩০৩ অগ্নিকাণ্ড এর ঘটনা , নিহত হয় ৮‌ জন।

গত ২৮ অক্টোবর থেকে ৬ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত (মোট ৭১ দিনে) মোট ৩০৩টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এসব অগ্নিকাণ্ডে ৩০২টি যানবাহন ও ২৩টি স্থাপনা পুড়ে যায়। এসব ঘটনায় সারা দেশে আটজন নিহত হন। এসব অগ্নিকাণ্ড নির্বাপণ করতে সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫৩৯টি ইউনিট ও ২ হাজার ৯৫৯ জন জনবল কাজ করে।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।

তিনি জানান, পর্যালোচনায় দেখা যায়, এসব আগুনে যানবাহনের মধ্যে বাস ১৭৬টি, ট্রাক ৪৯টি, কাভার্ড ভ্যান ২৫টি, মোটরসাইকেল ২১টি, পিকআপ ১০টি, ট্রেন পাঁচটি, সিএনজিচালিত অটোরিকশা তিনটি, প্রাইভেটকার তিনটি, মাইক্রোবাস তিনটি, লেগুনা তিনটি, নছিমন একটি, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি একটি, পুলিশের গাড়ি একটি, অ্যাম্বুলেন্স একটি ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে ২৩টি স্থাপনার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ৯টি, বিএনপি অফিস পাঁচটি, আওয়ামী লীগ অফিস একটি, পুলিশ বক্স একটি, কাউন্সিলর অফিস একটি, বৌদ্ধ মন্দির একটি, বিদ্যুৎ অফিস দুটি, বাস কাউন্টার একটি, দুটি শোরুম রয়েছে।

পরিসংখ্যানে আরও দেখা যায়, ২৮ অক্টোবর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মোট ৭১ দিনের মধ্যে ৪৭ দিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, বাকি ২৪ দিন কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। এর মধ্যে অক্টোবর মাসে ১ দিন, নভেম্বর মাসে ৩ দিন, ডিসেম্বর মাসে ১৭ দিন, জানুয়ারি মাসে ৩ দিন কোনো অগ্নিকাণ্ড ঘটেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ