সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

কক্সবাজার-৪ আসনে দ্বিতীয়বারের মতো শাহীন আক্তারের বিজয়

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ প্রদর্শন করেছেন

শহীদুল ইসলাম শাহেদ , টেকনাফ (কক্সবাজার)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে ১লাখ ২২হাজার ৮০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন আক্তার।

রবিবার (৭ জানুয়ারি) রাতে উখিয়া-টেকনাফ উপজেলার স্ব-স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উখিয়া উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, নৌকা প্রতীকের প্রার্থী শাহীন আক্তার পেয়েছেন ৬০ হাজার ৬৬৪ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর পেয়েছেন ১০হাজার ৬৯ ভোট। ডাব ১১৫, মিনার ৫৫০, সোনালী আঁশ ১৬৯, আম ১৭৯, লাঙ্গল ১হাজার ২৬৪ ভোট।

অপরদিকে, টেকনাফ উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, নৌকা প্রার্থী শাহীন আক্তার পেয়েছেন ৬১ হাজার ৬১৬ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর ঈগল প্রতীকে পেয়েছেন ২১হাজার ৬৩৮ ভোট। ডাব ১৩২, মিনার ২৭৫, সোনালী আঁশ ৭৭, আম ১৪৮, লাঙ্গল ৪৯৪ ভোট।

প্রাপ্ত ফলাফল মতে ৯০হাজার ৩৭৩ ভোট বেশী পেয়ে শাহীন আক্তার বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে ভোট চলাকালীন দুপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে লাঙ্গল প্রতীকের নুরুল আমিন সিকদার ভুট্টো,এরপরে বিকেলে স্বতন্ত্রপ্রার্থী ঈগল প্রতীকের নুরুল বশর ভোট বর্জন করেন।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ২৬ হাজার ৯৭১ জন। কেন্দ্র সংখ্যা- ১০৪টি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ