বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সোনারগাঁও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসন থেকে নির্বাচিত হন।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আওয়ামী লীগের অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত কে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।