বিপিএলের দশম আসর শুরু হতে আর বেশিদিন বাকি নেই। আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টের এবারের আসর। ইয়াসির আলি রাব্বিও । যদিও চার ছক্কার লড়াইয়ে নামার আগে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করলেন চট্টলার এই ব্যাটসম্যান। বিয়ের পিঁড়িতে বসেছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। গতকাল নিজ শহর চট্টগ্রামের হল টোয়েন্টিফোরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাব্বি। কনের নাম রিভা আনজুম। তার বাড়িও চট্টগ্রামে। একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির এক্সিকিউটিভ পদে চাকরি করছেন রাব্বির স্ত্রী। এমনটাই জানা গেছে রাব্বির ঘনিষ্ঠজনদের বরাতে। ইতোমধ্যে রাব্বি ইভার বিয়ের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।