ক্যানসারে আক্রান্ত হয়েছিল বলিউড অভিনেতা ইমরান হাসমির ১৩ বছরের ছেলে আয়ান। সঠিক সময়ে সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে সে। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্যানসার-জয়ী ছেলের সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেতা ইমরান।সঙ্গে রয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ইমরানের ছেলে আয়ান তারই লেখা একটি বই পড়ছে। যে বইয়ের উপজীব্য হল, আয়ান কীভাবে ক্যানসারকে হারিয়ে জীবনযুদ্ধে জিতে গেছেন।২০১৪ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন আয়ান। ৫ বছর লড়াইয়ের পর অবশেষে একরত্তি ছেলের জীবনীশক্তির কাছে হার মানে ক্যানসার। ইমরানের সেই পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ বাবা-ছেলের রসায়নে মুগ্ধ, তো কেউ হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা জানিয়েছেন।