নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের শিমরাইলে মহাসড়কে চাঁদাবাজিকালে একজন চাঁদাবাজকে আটক করেছে শিমরাইল হাইওয়ে থানা পুলিশ।
গতকাল শনিবার (১৩ জানুয়ারি ২০২৪) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলো নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতানপাড়া এলাকার মাসুদ রানা (২৬)।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে শিমরাইল হাইওয়ে থানা পুলিশ কর্তৃক উক্ত চাঁদাবাজকে আটক করেন। এসময় তার নিকট থেকে চাঁদাবাজির ৭২৩৪ টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।