সাকিব আল হাসান ফের চোখের সমস্যায় আক্রান্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটিং অনুশীলনে চোখে চশমা নিয়ে সাকিব উপস্থিত হয়েছেন। আজ চোখের চিকিৎসক দেখাতে লন্ডন যাচ্ছেন তিনি। তবে বিপিএল শুরুর আগেই তার ফিরে আসার কথা। গত ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই চোখের রেটিনার সমস্যায় ভুগছিলেন সাকিব।মাঝে কিছুটা সুস্থ হলেও, বিপিএল শুরুর আগে আবারও সমস্যায় পড়লেন।তিনি জানান, সাকিবের মানসিক চাপের কারণেই মূলত এমন সমস্যা। নির্বাচনের আগে এই তথ্য সাকিবও অবশ্য জানিয়েছিলেন। বিশ্বকাপের পুরোটা সময়েই চোখের রেটিনার সমস্যায় ভুগেছিলেন তিনি। যার কারণে সমস্যা হয়েছিল শট খেলতে গিয়ে, ‘বিশ্বকাপে কেবল এক কিংবা দুই ম্যাচের জন্য না, বরং পুরোটা বিশ্বকাপই আমি চোখের সমস্যায় ভুগেছি বলে জানান সাকিব।