সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

নিউজিল্যান্ডে গিয়ে হারের বৃত্ত ভাঙতে পারছে না পাকিস্তান

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৫ প্রদর্শন করেছেন

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টিতেও হেরেছে সফরকারীরা। তাতে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ফেলল কিউইরাডুনেডিনে বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২২৪ রান করে নিউজিল্যান্ড। জবাবে নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রানে থামে পাকিস্তানের ইনিংস। ৪৫ রানের জয়ে ম্যাচ সেরা হয়েছে রেকর্ড ইনিংস খেলা ফিন অ্যালেন। করেছেন ৬২ বলে ১৩৭ রান। এই ফরম্যাটের যা কিউইদের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। এছাড়া ম্যাচে আরও কিছু রেকর্ড হয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ইনিংসে ১৬টি সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে আফগানিস্তানের হজরত উল্লাহ জাজাইয়ের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন অ্যালেন। তবে কিউইদের হয়ে রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। এর আগে কিউইদের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ১০টি ছক্কা মারার রেকর্ড ছিল কোরি অ্যান্ডারসনের। এছাড়া ১৩৭ রানের ইনিংসে বাউন্ডারি থেকেই ১১৬ রান আদায় করেন অ্যালেন। এক ইনিংসে চার-ছক্কা থেকে সর্বোচ্চ ৯৬ রান করেছিলেন ম্যাককালাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ