কয়েক মাস ধরে একের পর এক নতুন ছবির শুটিং নিয়ে খবরের শিরোনামে ঢালিউড তারকা শাকিব খান। ভারতে ‘দরদ’ ছবির শুটিং শেষে ব্যস্ত হন ‘রাজকুমার’ নিয়ে। এর মধ্যে ‘তুফান’ ছবিটির প্রিপ্রোডাকশনে সময় দিচ্ছেন তিনি। আজ শনিবার বিকেলে আবার উড়াল দেবেন ভারতের হায়দরাবাদে। সেখানে ‘রাজকুমার’ ছবির অবশিষ্ট অংশের শুটিংয়ে অংশ নেবেন। ঠিক তার আগমুহূর্তে একেবারে ভিন্ন এক পরিচয়ে হাজির হয়েছেন শাকিব খান। এবার শাকিব খানের এই নতুন পরিচয়, করপোরেট জগতের ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করলেন তিনি। একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালক হলেন শাকিব খান। যেখানে বিশ্বমানের স্কিনকেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানা পণ্য পাওয়া যাবে।শুধু বাংলাদেশ নয়, শাকিব খানের এই কোম্পানির পণ্য পাওয়া যাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে।করপোরেট জগতে শাকিব খানের যাত্রা উপলক্ষে আজ দুপুরে রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।