অনেকটা আচমকাই ঢাকা ছাড়লেন শোয়েব মালিক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ খেলে বিপিএল ছেড়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। ব্যক্তিগত কারণে দুবাই গেছেন তিনি। বরিশাল ফ্র্যাঞ্চাইজি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শোয়েব মালিক বিপিএলের ঢাকা পর্বে তিন ম্যাচ খেলেছেন। তবে ৪১ বছর বয়সী অলরাউন্ডারের ব্যাট সেভাবে হাসেনি। তার ব্যাট থেকে যথাক্রমে অপরাজিত ১৭, ৫ ও ৭ রানের ইনিংস এসেছে।হুট করে বিপিএল ছেড়ে গেলেও শোয়েব সিলেট পর্বে ফরচুন বরিশাল শিবিরে যোগ দেবেন বলে জানা গেছে। বরিশাল বিপিএলের দ্বিতীয় পর্বে ২৭ জানুয়ারি প্রথম ম্যাচ খেলবে। বিপিএল ছাড়ার আগে শোয়েব মালিক তাকে সুযোগ দেওয়ায় সকলকে ধন্যবাদ দিয়েছেন, ‘আমি এখানে সুযোগ পাওয়ার পর প্রতিটি রানই আমার জন্য স্মরণীয়। সেজন্য আমি কোচিং স্টাফকে ধন্যবাদ দিতে চাই। এগুলো আমার জন্য বিশেষ মুহূর্ত। আমি যেহেতু এখনও ক্রিকেট খেলছি, সেজন্য এখনও আমার ওপর মানুষের চোখ আছে।খুলনা টাইগার্সের বিপক্ষে একই ওভারে ১৮ রান দেন মালিক। তারপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচটিতে বলই করার সুযোগ পাননি তিনি।