বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ – ৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নৌকার প্রতিকের বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
তিনি নবনির্বাচিত সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নিজ বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন। একই সাথে সাংসদ পুত্র অয়ন ওসমানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের এই নেতা।
উল্লেখ্য যে, দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে ১ লাখ ৯৫ হাজার ৮২৭ ভোট পেয়ে বিজয়ী হন শামীম ওসমান। এ নিয়ে (নারায়ণগঞ্জ-৪) আসনে এ কে এম শামীম ওসমান টানা তিনবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।