সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন

মারামারিতে জড়িত তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৮ প্রদর্শন করেছেন

পাকিস্তানে চলছে ন্যাশনাল ওমেন্স ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে ঘটেছে এক বিব্রতকর ঘটনা। দেশটির তিন নারী ক্রিকেটার মারামারিতে জড়ান। যেখানে আবার দুজনে মিলে অরেকজনকে মারধরের অভিযোগ উঠেছে। মার খাওয়া সেই ক্রিকেটারের অভিযোগ করলে মারামারিতে জড়িত তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মারামারিতে জড়িত তিন নারী ক্রিকেটার হচ্ছেন- সাদাফ শামস, ইয়ুসরা আমির ও আয়েশা বিলাল। পাকিস্তানি জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী সাদাফ ও ইয়ুসরার সঙ্গে প্রথমে আয়েশার বাদানুবাদ হয়। এরপর দুই সতীর্থের মার খেয়ে নাক দিয়ে রক্ত ঝরে আয়েশার।জিওর প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার পর দুদিন বিষয়টি নিয়ে তেমন জানাজানি হয়নি। এরপর আয়েশা পিসিবির কাছে অভিযোগ করলে, তিনজনকেই অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হয়। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলমান ওমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না এই তিন ক্রিকেটার।টি-টোয়েন্টি ফরম্যাটে চলমান চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হচ্ছে। ফলে অভিযুক্ত ক্রিকেটাররা বর্তমানে অবস্থান করছেন রাওয়ালপিন্ডিতে।পাকিস্তান ওমেন্স ক্রিকেটের প্রধান তানিয়া মালিকের সেখানে দ্রুতই পৌছানোর কথা রয়েছে।পুরো ঘটনার তদন্ত করতে পিসিবির নারী ক্রিকেটের চেয়ারপারসন তানিয়া মালিক টুর্নামেন্টস্থল রাওয়ালপিন্ডিতে গেছেন।ছয় দল নিয়ে আয়োজিত ন্যাশনাল উইমেন্স টি–টোয়েন্টি টুর্নামেন্টে সাদাফ, ইউসরা ও আয়েশা লাহোরের হয়ে খেলছেন। এই দলের নেতৃত্বে আছেন পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিদা দার।১৫ জানুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টটি শেষ হবে ৩১ জানুয়ারি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ