অনলাইন ডেস্ক : এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আহসান জামানের কাব্যগ্রন্থ ‘রোদ্দুরে শোকের ছায়া। বইটি পাওয়া যাবে মেলার ৩৩০ নম্বর স্টলে এবং বইটি প্রকাশ করেছে প্রতিকথা প্রকাশনী।
বইটি সম্পর্কে লেখক আহসান জামান বলেন, কবিতা আমাদের যাপিত জীবনের বিভিন্ন অনুভূতিকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তুলে ধরে। মানুষের প্রাত্যহিক আনন্দ-বেদনা, প্রাপ্তি-অপ্রাপ্তি, হাসি-কান্নার বহিঃপ্রকাশ হয় কাব্যে; কখনো উপমায়, কখনো রূপকতায়, আবার কখনো বর্ণিত হয় কবিতার চিত্রকল্পে।
বইটি পড়ে পাঠকরা খুবই উপভোগ করবেন বলে আশাবাদী বইটির লেখক আহসান জামান।