কলকাতায় নগর বাউল জেমস
বিনোদন ডেস্ক : আগামী ৩ মার্চ কলকাতা মাতাবেন ‘নগর বাউল’ খ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস। প্রায় পাঁচ বছর পর কলকাতায় কনসার্ট করতে যাচ্ছেন জেমস। ‘পুজোওয়ালাদের গান–পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’। আয়োজক সংস্থার ফেসবুকে পেজে কনসার্টের পোস্টার শেয়ার করা হয়েছে। আয়োজক সংস্থা সূত্র জানায়, ৩ মার্চ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে গাইবেন জেমস।…