অনলাইন ডেস্ক : পাবনা বইমেলার বসুন্ধরা শুভসংঘের স্টল পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন রূপপুর পারমাণবিক প্রকল্পের রসাটমে কর্মরত রাশিয়ান নাগরিক কারলিনা।
শনিবার রাতে পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে একুশে বইমেলায় এসে বসুন্ধরা শুভসংঘের স্টল পরিদর্শন শেষে রূপপুরে পারমাণবিক প্রকল্পের রসাটমে কর্মরত রাশিয়ান নাগরিক কারলিনা বলেন, ‘আমি খুব মুগ্ধ হয়েছি, আমার খুব ভালো লাগছে, ধন্যবাদ জানাচ্ছি বসুন্ধরা শুভসংঘকে।’
এসময় উপস্থিত ছিলেন রসাটমে কর্মরত শেখ শফিউল্লাহ, কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা কমিটির সহ সভাপতি বাবলা ওয়াজেদ, বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা কমিটির সহ সভাপতি গোলাম কিবরিয়া, বসুন্ধরা শুভসংঘের জেলা কমিটির সদস্য তামান্না তানজিন জান্নাতী প্রমুখ।