সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

গ্রামের যুবক আলমগীরের তৈরি বিমান

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬ প্রদর্শন করেছেন

অনলাইন ডেস্ক : দিনাজপুরের খানসামা উপজেলার ভাণ্ডারদাহ গ্রামের যুবক আলমগীর বিমান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এলাকার মানুষকে। তাঁর তৈরি করা বিমান প্রায় এক কিলোমিটার দূরত্বে আধাঘণ্টা ধরে উড়তে পারে। তাঁর এই উদ্ভাবন দেখতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমায় তাঁর বাড়িতে। আলমগীরের স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার।

কিন্তু অভাবের সংসারে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিকেই থেমে যায় তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা। উপজেলার খামারপাড়া ইউনিয়নের ভাণ্ডারদাহ গ্রামের আব্দুল মজিদ ও জাহানারা বেগম দম্পতির ছোট ছেলে আলমগীর। বাড়ির কাজের পাশাপাশি চুক্তিভিত্তিক কৃষিকাজ করেন এই যুবক। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন-চার বছর ধরে তিনি বিমান তৈরি করে উড্ডয়নের চেষ্টা করছেন, কিন্তু সেটি সফল হয়েছে ২০২৪ সালে।

এর আগে অনেক বিমান তৈরি করে ভেঙেছেন আবার নতুন করে তৈরি করেছেন। সর্বশেষ ছেচনা মডেলের বিমানটি গত ডিসেম্বর থেকে তৈরির কাজ শুরু হয়। শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এরপর বাড়ির পাশে খেলার মাঠে পরীক্ষামূলকভাবে বিমানটি উড্ডয়ন করলে এলাকাজুড়ে হৈচৈ পড়ে যায়।

প্রায় ১২ হাজার টাকা দিয়ে তৈরি এই ছোট বিমানের মূল বডি ককশিট দিয়ে তৈরি করেছেন আলমগীর। এ ছাড়া ট্রান্সমিটার, রিসিভার, লিপো ব্যাটারি, শক্তির জন্য ব্রাসলেস মোটর ও ছোট ফ্যান ও চাকা রয়েছে। একটি রিমোট দ্বারা বিমানটি আকাশে নিয়ন্ত্রণ করা হয়। বিমান নির্মাতা আলমগীর বলেন, ‘স্বপ্ন ছিল বিমান তৈরির। সেটি আজ পূরণ হয়েছে। তবে আমার একটি ল্যাপটপ ও আর্থিকভাবে সক্ষমতা থাকলে এই ছোট বিমানটি আরো উন্নত করা যেত।’ উদ্ভাবনী এই কাজের প্রশংসা করে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, ‘এমন উদ্ভাবনী কার্যক্রম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় একটা উদাহরণ। এই প্রযুক্তি বিকাশে প্রশাসন তাঁর পাশে থাকবে।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ