অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। এই ম্যাচে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। এমন ম্যাচের আগে দলের শক্ত বাড়িয়েছে রংপুর। দলে যোগ দিয়েছেন দুই বিদেশি তারকা ক্রিকেটার।
সোমবার রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরান ও আফগানিস্তানের তারকা পেসার ফজলহক ফারুকী। প্রথম কোয়ালিফায়ারে দলটির হয়ে মাঠে নামতে পারেন এই দুই তারকা ক্রিকেটার। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে রাইডার্স টিম হোটেলে যোগ দিয়েছেন রান মেশিন রাইডার নিকোলাস পুরান ও আফগান পেসার ফজলহক ফারুকি।