সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন

অনুপমের বিয়ের নিয়ে পরম-পিয়ার বক্তব্য

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১ প্রদর্শন করেছেন

নতুন করে জীবন সাজাতে প্রস্তুত কলকাতার জনপ্রিয় গায়ক অনুপম রায়। একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অনুপম। জানা যাচ্ছে, আগামী ২ মার্চ অন্য কারো সঙ্গে ঘর বাঁধছেন গায়ক তথা সংগীত পরিচালক। পাত্রীর নাম প্রশ্মিতা পাল। তিনিও সংগীতশিল্পী। বন্ধুত্ব আগে থেকেই ছিল। পরে তা প্রেমে পরিণত হয়। এদিকে অনুপমের বিয়ের সংবাদে বেশ সরগরম কলকাতার বিনোদন অঙ্গন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অনুপমের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তী ও বন্ধু পরমব্রত। অনুপমের সঙ্গে বিচ্ছেদের পর পরমের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন পিয়া বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুজন।

অনুপমের বিয়ে নিয়ে পিয়া বলেন, অনুপমের জন্য শুভকামনা রইল। তিনি প্রত্যাশা করেন অনুপম আর  প্রশ্মিতার আগামী জীবন সুখের হবে। অনুপমের নতুন সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, সবটাই আগে থেকে জানা ছিল তাঁর। বিয়ের কথা জানার পর নিজে থেকেই শুভেচ্ছা জানান অনুপমকে। বিয়ের দিন ঠিক হয়েছে, তা আগেই জানতেন তিনি। অনুপমের হবু স্ত্রী প্রশ্মিতা পালের সঙ্গেও পরিচয় আছে পিয়ার। আগে থেকেই জানেন তাদের কথা। ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। শোনা যায়, একই কলেজে পড়ার সুবাদে দুজনের পরিচয়। প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। সেই প্রেম পরিণতি পায় ২০১৫ সালে। বিয়ের ৬ বছর পেরিয়ে গেলে বিচ্ছেদের ঘোষণা দেন  পিয়া ও অনুপম। গত বছরের নভেম্বরে আচমকাই টালিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুপমের প্রাক্তন পিয়ার বিয়ের খবর শোনা যায়। এই গুঞ্জন বাস্তবে পরিণত হয় ২০২৩ সালের ২৭ নভেম্বর। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। আর এবার নতুন করে জীব্ন শুরু করতে যাচ্ছেন অনুপমও।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ