কানাডিয়ান অভিনেতা কেনেথ মিচেল মারা গেছেন। ২৪ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে তার। অভিনেতার বয়স হয়েছিল ৪৯ বছর। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে কেনেথের পরিবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
পরিবারের বিবৃতিতে বলা হয়েছে, “ভারী হৃদয়ে আমরা কেনেথ আলেকজান্ডার মিচেল, প্রিয় বাবা, স্বামী, ভাই, চাচা, ছেলে এবং প্রিয় বন্ধুর মৃত্যু ঘোষণা করছি,” কেনেথ মিচেল এএলএস-এ (নিউরোলোজিক্যাল ডিজঅর্ডার) আক্রান্ত ছিলেন। এই রোগের কারণে প্যারালাইসিসে আক্রান্ত হয় রোগী এবং মৃত্যু ঘটে। প্রায় দুই দশকের ক্যারিয়ার কেনেথের। তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমা ‘ক্যাপ্টেন মার্ভেল’-এ ক্যারল ডেনভারের বাবা জোসেফ ডেনভারের চরিত্রে অভিনয় করেছেন। স্টার ট্রেক ডিসকভারিতেও ছিলেন কেনেথ মিচেল। টেলিভিশন ড্রামা ‘জেরিকো’-তে এরিক গ্রিন চরিত্রে প্রশংসা পেয়েছেন।