বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচে কনওয়েকে পাচ্ছে না নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৮ প্রদর্শন করেছেন

অস্ট্রেলিয়ার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ওয়েলিংটন টেস্টে বুড়ো আঙুলের চোটের কারণে কনওয়ে থাকছেন না বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। এর আগে, অকল্যান্ডে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে বাম হাতের বুড়ো আঙুলে চোট পান এই বাঁহাতি ব্যাটার। পরীক্ষার পর দেখা যায় কনওয়ে আপাতত খেলার মতন পরিস্থিতিতে নেই। কনওয়ের জায়গায় আরেক অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার হেনরি নিকোলসকে স্কোয়াডে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। এ ব্যাপারে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড, ‘গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কনওয়ের ছিটকে পড়া হতাশাজনক। সে ক্লাস খেলয়াড়। টপ অর্ডারে খেলত এবং আমি জানতাম সে এই সিরিজের দিকে তাকিয়ে ছিলো।’ তবে নিকোলসের উপর ভরসা রাখছেন তিনি, ‘এটা ভালো যে নিকোলসের মানের খেলোয়াড়কে ডাকতে পেরেছি আমরা। তার অনেক অভিজ্ঞতা, বিভিন্ন পজিশনেও খেলতে পারেন।’ আগামী ৮ মার্চ থেকে ক্রাইস্টচার্চে শুরু হওয়া পরের টেস্টেও কনওয়ে অনিশ্চিত। তাকে পাওয়া যাবে কিনা সেটা জানতে উদগ্রিব কিউই ম্যানেজমেন্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ