ফাইনালের আগেই হকির মাঠে উত্তাপ ক্লাব হকি । আজ বিকাল ৪টায় মেরিনার-ঊষা ক্রীড়া চক্র এবং সন্ধ্যা ৬টায় মোহামেডান-আবাহনী মুখোমুখি হবে। এক দিন বিরতি পেয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে সেমিফাইনালের চার দল। আবাহনী তাদের গ্রুপের শেষ ম্যাচে ঊষাকে ৬-২ গোলে হারিয়েছে। আর মোহামেডানকে ১-৫ গোলে হারিয়েছে মেরিনার ইয়াংস। মোহামেডানের জন্য কঠিনই হবে আজকের লড়াই। কারণ আবাহনী যতটা ভালো খেলেছে, তার চেয়ে বাজে খেলেছে মোহামেডান। অথচ এই দলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডসের খেলোয়াড় যুক্ত হয়েছেন। তারা যোগ দেওয়ার পরও প্রথম ম্যাচটা ভালো হয়নি। এই তিন জনই অস্ট্রেলিয়ার পার্থের লিগে খেলেন। কিন্তু প্রথম ম্যাচ নিজেদের মেলে ধরতে পারলেন কোথায়। মেরিনারের কাছে বিধ্বস্তই হতে হয়েছে। নিউজিল্যান্ডের চার্ল উলরিচ বলেছিলেন, ‘সব ঠিক হয়ে যাবে। প্রথম বলে কথা। মানিয়ে নিতে হয়। ঢাকায় অনেক গরম। মানিয়ে নিলেই বদলে যাবে সব।’ একই কথা শুনিয়েছেন মোহামেডানের কোচ শহিদুল্লাহ টিটু। তবে প্রতিপক্ষ মোহামেডানকে নিয়ে ভাবছে না আবাহনী। আবাহনীর কোচ হেদায়েতুল ইসলাম রাজিবের কথা হচ্ছে, ‘আমরা নিজের সামর্থ্য নিয়ে ভাবছি। মোহামেডানকে নিয়ে ভেবে কী লাভ?’ রাজিব বলেছেন, ‘মোহামেডানের ব্যাড ডে গেছে মেরিনারের বিপক্ষে। আবাহনীর বিপক্ষে নতুন চেহারায় নামবে মোহামেডান।’