মাধুরী দীক্ষিত এর জনপ্রিয় সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন’ মুক্তির পর কেটে গেছে ত্রিশ বছর। সুরজ বরজাতিয়ার পরিচালিত এ সিনেমায় মাধুরীর ‘নিশা’ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে দাগ কেটেছিলেন। ৫৬ বছর বয়সে ত্রিশ বছর আগের ২৬ বছরের ‘নিশা’ রূপে ফিরলেন মাধুরী। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার ‘দিদি তেরা’ গানে যে বেগুনি রঙের লেহেঙ্গা পরেছিলেন, সেই একই রকমের লেহেঙ্গায় সম্প্রতি তাকে দেখা গেল একটি রিয়েলিটি শোয়ের শুটিং-এ। এসময় সোনালি জরির ডিজাইনে বেগুনি লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করা বেগুনি চুড়ি ও গলায় হীরা ও এমার্যাল্ডের নেকলেস পরেছিলেন। ভাইরাল হওয়া মাধুরীর সেই ছবির সঙ্গে মুহূর্তে ত্রিশ বছর পিছিয়ে গেল নেটিজেনরা। সেই সময়ের ২৬ বছরের সেই নিশা চরিত্রের মাধুরীর ছবির সঙ্গে আর আজকের ৫৬ বছরের মাধুরীর ছবি পাশাপাশি রাখলে পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল হবে।