ভবন থেকে লাফ দিয়ে আহত ছাত্রলীগ নেতা
অনলাইন ডেস্ক
-
প্রকাশের সময়ঃ
শুক্রবার, ১ মার্চ, ২০২৪
-
৩৪
প্রদর্শন করেছেন
ঢাকার বেইলি রোডের ভবনে আগুন লাগার পর প্রাণে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম ওরফে জুবায়ের। মুজাহিদুল ইসলাম এবার এইচএসসি পাস করে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। গত কয়েক মাস ধরে তিনি ওই ভবনের কাচ্চি ভাই রেস্টুরেন্টে চাকরি করছিলেন। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মুশা মিয়া বলেন, এমন একটি হৃদয়বিদারক ঘটনা থেকে মুজাহিদুল বেঁচে ফিরেছে এটা অনেক বড় পাওয়া। তিনি বলেন, আহতের পরিবারের সদস্যরা বর্তমানে তাঁর চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন। আমি শুনেছি, মুজাহিদুল কোমর ও ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার প্রাণহানির ঝুঁকি নেই।
শেয়ার করুন
এই ধরনের আরও সংবাদ