সোনারগাঁও পৌর এলাকার ভট্টপুর গ্রামের ১৫ বছর বয়সী নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফুল চাঁন মিয়া নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ ঘটনায় ওই ছাত্রীর দাদা গত মঙ্গলবার সোনারগাঁ মামলা দায়েরের পরদিন বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ মিডিয়া অফিসার মেজর অনাবিল ইমাম। এর আগে সকালে ওই বৃদ্ধকে সোনারগাঁ থানায় হস্তান্তর করে র্যাব। সোনারগাঁ থানা পুলিশ বৃদ্ধ ফুল চাঁন মিয়াকে দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। জানা যায়, উপজেলার সোনারগাঁও পৌর এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে চলতি মাসে ৮ তারিখে পার্শ্ববর্তী ফুল চাঁন মিয়া সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে তার বাড়িতে পারিবারিক প্রয়োজনে গেলে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে আরো দু’ দফায় ধর্ষণ করা হয়। গত সোমবার বিকেলে পুনরায় ওই ছাত্রীকে কু প্রস্তাব দিলে এক পর্যায়ে ওই ছাত্রী আত্মহত্যার হুমকি দেয়। পরে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি বলার পর এলাকায় জানাজানি হলে ফুল চাঁন বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় গত মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর দাদা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে র্যাব-১১ সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধ ফুল চাঁন মিয়াকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করে। সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।