আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদে নির্বাচনে একাধিক চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী মাঠে থাকলেও দেখা মিলছেনা মহিলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী। তবে মাঠে কারো প্রচার-প্রচারনায় না থাকলে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক মহিলা প্রার্থী প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বিভিন্ন সুত্র। জানাগেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান বাবু ওমর, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নে প্রচারনা চালাচ্ছেন। অপরদিকে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সোনারগাঁ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আজিজুল ইসলাম মুকুল, কাঁচপুর যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী, সোনারগাঁ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি ফয়সাল আহম্মেদ শিপন, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম খোকন ও শেখ ফরিদ নামের একজন রয়েছেন নির্বাচনী মাঠে প্রচারনা চালাচ্ছেন। এদিকে চেয়ারম্যান পদে ও পুরুষ চেয়ারম্যান পদে একাধিক ব্যক্তি নির্বাচনী মাঠে প্রচারনা চালালেও নির্বাচনী মাঠে দেখা মিলছেনা মহিলা চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার রুমা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, মহিলা নেত্রী শ্যামলী চৌধুরী ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট নুরজাহান আক্তার। তবে কে কে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্ধিতা করবেন তফসিল ঘোষনা না হওয়া পযর্ন্ত অপেক্ষা করতে হবে সোনারগাঁবাসীকে।