সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

বাবর-আফ্রিদিরা ট্রেনিং করবেন আর্মিদের সঙ্গে

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৭ প্রদর্শন করেছেন
পাকিস্তান সুপার লিগ শেষ হবে ১৮ মার্চ। এরপর আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু দেশটির ক্রিকেটারদের। তার আগে বিশ্রামের জন্য কিছুদিন সময় পাচ্ছেন বাবর আজম, শাহিন আফ্রিদিরা। কিন্তুএই সময় ক্রিকেটারদের বসিয়ে না রেখে অনুশীলনের মধ্যে রাখতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে যেন-তেন অনুশীলন নয় বরং বাবর-শাহিনরা ফিটনেস ট্রেনিং করবেন দেশটির আর্মিদের সঙ্গে। ইসলামাবাদের একটি হোটেলে এই বিষয়টি জানিয়েছেন পিসিবির নতুন সভাপতি মহসিন নাকভি, ‘আমাদের সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে, এরপর আয়ারল্যান্ড, এরপর ইংল্যান্ড এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমি ভাবছিলাম, আমরা কখন ট্রেনিং করব? সময় তো নেই। যাই হোক আমরা একটি উইন্ডো খুঁজে পেয়েছি। কাকুলে মিলিটারি একাডেমিতে আগামী ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল আমরা ট্রেনিংয়ের আয়োজন করব। সেখানে পাকিস্তান আর্মি ট্রেনিংয়ে থাকবে, আশা করা যাচ্ছে তারা তোমাদের (ক্রিকেটারদের) সাহায্য করবে।’ পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে অভিযোগের শেষ নেই সাবেক ক্রিকেটারদের। এবার এই বিষয়ে শক্ত অবস্থানে তাদের ক্রিকেট বোর্ড। মিলিটারি ট্রেনিংয়ের কারণ জানাতে মহসিন বলেন, ‘লাহোরে যখন ম্যাচ দেখলাম আমি একটি ছক্কাও দেখিনি যেটি স্ট্যান্ডে গিয়ে পড়েছে। যখনই আমি এমন কোনো ছক্কা দেখেছি আমার মনে হত কোনো বিদেশি ক্রিকেটার যেন এটা মেরেছে। আমি বোর্ডকে বলেছি এমন পরিকল্পনা করতে যেন ক্রিকেটারদের ফিটনেস সঠিক পর্যায়ে থাকে। সবাইকে এর জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।’ একই সঙ্গে ক্রিকেটারদের পাকিস্তান ক্রিকেটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ব্যাপারে জোর দিয়েছেন মহসিন, ‘আমি বলছি না যে তোমরা একদমই টাকা উপার্জন করো না অথবা এমন কোনো আত্মত্যাগ করো যা আমরা করার জন্য প্রস্তুত নই। তবে আমি একটি উদাহরণ দিচ্ছি। এক বছর আগে আমাকে পাঞ্জাবের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এর ফলে আমার ব্যবসায় অনেক আর্থিক ক্ষতি হয়। আমাকে সেটা এক পাশে রেখে চালিয়ে যেতে হয়েছে। আমার ইচ্ছা ছিল পাকিস্তানের প্রতিনিধিত্ব করার যে কারণে আমি এই আত্মত্যাগ করতে পেরেছি।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ