সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

সৌম্যের আউটের জন্য আম্পায়ারের বিপক্ষে রিপোর্ট

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩২ প্রদর্শন করেছেন

আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে আম্পায়ারকে ভিন্ন চাকরি খুঁজতে বলেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাতে আইসিসি তার ওপরে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই শাস্তি শেষে আজ বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছেন শ্রীলঙ্কার অধিনায়ক। তিনি দলে ফেরায় লায়নদের বেশ উজ্জীবিত লাগছে। সিরিজ জয়ের লক্ষ্যে হাসারাঙ্গাকেই ট্রাম্প কার্ড হিসেবে দেখছে দলটি। অন্যদিকে সৌম্য সরকারের আউট ইস্যুতে এখনো সরগরম অবস্থানে রয়েছে দলটি। ইতিমধ্যে আম্পায়ারের বিপক্ষে রিপোর্ট তৈরি করে আইসিসিকে দিয়েছে দলটি। গতকাল সিলেটে অনুশীলন শেষে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্ডাম্বি ও ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা কথা বলেছেন সংবাদ সম্মেলনে। সেখানে থিলিনা কান্ডাম্বি বলেন, ‘ঘরের মাটিতে আফগানিস্তান সিরিজের পর এখানেও দলের টপ অর্ডাররা ভালো করছে। আশা করি, কালও তারা ঘুরে দাঁড়াবে এবং সিরিজ নিশ্চিত করবে। আমাদের দলে ওয়ানিন্দু ফেরায় আমরা বেশ এগিয়ে থাকব। সে আমাদের অনুপ্রেরণা দেওয়ারও কাজ করবে। তাতে ম্যাচে বড় ধরনের ইমপ্যাক্ট পড়বে। বিশেষ করে যখন সে বল করবে, তখন দল বেশ চাঙ্গা থাকবে। দিনের বেলায় ম্যাচ হওয়ায় শিশিরও থাকবে না, যাকে সে কাজে লাগাতে পারবে।’ এ দিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সৌম্য সরকারের আউট ইস্যু নিয়েও কথা হয়েছে সংবাদ সম্মেলনে। লঙ্কান ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আমাদের কাজটুকু সেরেছি। সেই ম্যাচে যা হয়েছে, সেটি দুর্ভাগ্যজনক। যা হয়েছে, তা আমরা চাইলেও ফেরাতে পারব না। আম্পায়ারের বিরুদ্ধে একটা রিপোর্ট আমরা পাঠিয়েছি। আইসিসি অবশ্যই ফুটেজ পর্যবেক্ষণ করে দেখবে। তাদের যা ব্যবস্থা নেওয়া দরকার, নেবে। আমরা শুধু আমাদের প্রক্রিয়া অনুসরণ করেছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ