সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

রাজনৈতিক চরিত্রে পাওলি দাম

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৩৬ প্রদর্শন করেছেন
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম এবার নারী নেত্রী হয়ে আসছেন ক্যামেরার সামনে। আসন্ন রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘জুলি’তে মুল ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন পাওলি। এই প্রথম রাজনৈতিক থ্রিলার পরিচালনা করতে চলেছেন পরিচালক অরিত্র সেন। শহর কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর গল্পকে সাজিয়েছেন অরিত্র। সিরিজে মুল ভূমিকায় অভিনয় করবেন পাওলি দাম। এর আগে অরিত্র পরিচালিত ‘কালী’ ওয়েব সিরিজে পাওলি অভিনয় করেছিলেন। নতুন এই সিরিজে তাঁর চরিত্রটি একজন রাজনীতিকের যার নাম জুলি।সিরিজট সম্পর্কে অরিত্র বলেন, ‘সমাজের প্রান্তিক শ্রেণি থেকে উঠে আসা একজন নারীর লড়াইয়ের গল্প। জুলি কীভাবে প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে একজন রাজনীতিবিদ হয়ে ওঠে তা নিয়েই এগোবে গল্প।’ গত বছর অরিত্র পরিচালিত ‘শহরের উষ্ণতম দিনে’ সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা পায়। সামনেই ভারতের লোকসভা ভোট। ভোটের বাজারকে মাথায় রেখেই কি রাজনৈতিক থ্রিলারের পরিকল্পনা? অরিত্র বললেন, ‘একদম নয়। প্রথমত পাওলিকে কেন্দ্রে রেখে দীর্ঘ দিন ধরেই একটা কাজের ইচ্ছা ছিল। পাশাপাশি, পরিচালক হিসাবে ভিন্ন স্বাদের কনটেন্ট তৈরির ইচ্ছা ছিলই। রাজনৈতিক থ্রিলার ঘরানাটাও আমার পছন্দের। সেই ভাবনা থেকেই সিদ্ধান্ত।’ মুল ভূমিকায় পাওলি দামের পাশাপাশি সিরিজটিতে একজন সিবিআই অফিসারের চরিত্রে অভিনয় করবেন গৌরব চট্টোপাধ্যায়। কৌশিক সেন ও সুজপ্রসাদ চট্টোপাধ্যায়কে দেখা যাবে রাজনীতিবিদের চরিত্রে। অন্য দিকে পাওলির বিপরীতে এক জন তরুণ রাজনীতিবিদের চরিত্রে থাকছেন শ্রুতি দাস। আগামী ২০ মার্চ থেকে কলকাতা শহরে শুরু হবে সিরিজের শুটিং। সিরিজটি আড্ডা টাইমস-এ মুক্তি পাবে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ