সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৮ প্রদর্শন করেছেন

চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতর নাম আজগর হোসেন। আজগর হোসেন পূর্ব চাম্বল খলিফাপাড়া এলাকার মৃত পুতন আলীর ছেলে। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল রইব্বার ঝিরি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিদিনের মতো জঙ্গল চাম্বল পাহাড়ি এলাকায় নিজের সবজি খেতে কাজ করছিলেন আজগর হোসেন। হঠাৎ একদল বন্য হাতি তাকে আক্রমণ করে। হাতির পদতলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাস্থল থেকে আজগর হোসেনের রক্তাক্ত দেহ উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভয়ারণ্য রেঞ্জের জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, শনিবার বিকালে স্থানীয় কৃষক আজগর হোসেন পাহাড়ের ঢালুতে সবজিখেতে কাজ করার সময় বন্য হাতির আক্রমণে মৃত্যুবরণ করেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি। মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ