পেটের পোড়া দাগ নিয়ে র্যাম্পে হাটলেন সারা আলি খান
বলিউড অভিনেত্রী সারা আলি খান এবার নজর কাড়লেন পেটের পোড়া দাগ নিয়ে র্যাম্পে হেঁটে। এ বি পির প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে বরুণ চাক্কিলামের ডিজাইন করা পোশাকে ল্যাকমে ফ্যাশন উইকের র্যাম্পে হাঁটলেন অভিনেত্রী সারা আলি খান। ঝলমলে ধূসর লেহেঙ্গায় দেখা মুক্তোর কাজ। জমকালো সাজের সাথে সকলের চোখে পড়েছে সারার পেটের পোড়া দাগও। কয়েকদিন আগে পাপারাজ্জির ক্যামেরায় ধারণ করা এক…