অ্যারন টেলর-জনসন হতে যাচ্ছেন নতুন জেমস বন্ড
বিনোদন ডেস্ক
-
প্রকাশের সময়ঃ
বুধবার, ২০ মার্চ, ২০২৪
-
৩৬
প্রদর্শন করেছেন
বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাকশন-স্পাই ফ্র্যাঞ্চাইজিটির নতুন নায়ক নিয়ে জল্পনার শেষ নেই। ইতোমধ্যেই শোনা গেছে ইদ্রিস এলবা, টম হার্ডি, টম হিডেলস্টন, অ্যাইডেন টার্নার, জেমস নর্টনের মতো তারকাদের নাম। তালিকায় রয়েছে হেনরি ক্যাভিল এবং ‘ওপেনহাইমার’ তারকা সিলিয়ান মারফিও। এবার সেই তালিকায় যুক্ত হলেন ব্রিটিশ অভিনেতা অ্যারন টেলর-জনসন।বিবিসির প্রতিবেদন অনুসারে, জেমস বন্ড চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে অ্যারনকে। এখন পর্যন্ত জেমস বন্ড সিরিজের ২৫টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। সেগুলোতে বন্ডের চরিত্রে দেখা গেছে রজার মুর, জর্জ লাজেনবি, সিন কনারি, পিয়ার্স ব্রসনান কিংবা ড্যানিয়েল ক্রেইগের মতো তারকাকে। ‘জেমস বন্ড’ সিরিজের সর্বশেষ চলচ্চিত্র ‘নো টাইম টু ডাই’ মুক্তি পায় ২০২১ সালে। তখনই ঘোষণা হয়েছিল যে বন্ড চরিত্রে এটি ড্যানিয়েল ক্রেইগের শেষ সিনেমা। তখন থেকেই বন্ডপ্রেমীদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পরবর্তী জেমস বন্ড কে হবেন? এরইমধ্যে শোনা গেল অ্যারন টেলর-জনসনের নাম। এ বিষয়ে নিশ্চিত হতে বিবিসির পক্ষ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে অ্যারন টেইলর মন্তব্য করতে রাজি হননি। প্রযোজনা সংস্থার একটি সূত্র জানিয়েছে, অ্যারনের জেমস বন্ড চরিত্রে অভিনয়ের খবরের কোনো সত্যতা নেই। ফলে ২৬তম জেমস বন্ড চলচ্চিত্রে তিনি সত্যিই থাকছেন কিনা, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। অ্যারন টেলর-জনসন একজন ইংরেজ অভিনেতা। তিনি ‘কিক অ্যাস’ চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘অ্যাঙ্গাস’, ‘থংস অ্যান্ড পারফেক্ট স্নগিং’, ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’, ‘স্যাভেজ’, ‘আন্না কারেনিনা’, ‘গডজিলা’র মতো সিনেমায় অভিনয় করেছেন অ্যারন। ‘নকচারাল অ্যানিম্যালস’ সিনেমা দিয়ে জয় করে নেন সমালোচকদের মন।
শেয়ার করুন
এই ধরনের আরও সংবাদ