সীতাকুণ্ডে প্রতি সপ্তাহে ২ দিন নিয়মিত গণশুনানির আগে সেবাপ্রার্থীদের কাছে অভিযোগ শুনে এই প্রথম এসিল্যান্ড সমাধান করেছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় ভূমি অফিস প্রাঙ্গনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন খোলা আকাশের নিচে চেয়ার টেবিল বসিয়ে সকলের উপস্থিত সেবা প্রার্থীদের জন্য গণশুনানির আয়োজন করে। তবে নামজারি ও মিচ মামলার শুনানিতে উভয় পক্ষের যুক্তিতর্ক শুরুর আগে কার কি বক্তব্য তা শুনেন। পরে সেবা নিতে আসা সেবা প্রার্থীদের বিভিন্ন মামলার যুক্তিতর্ক শুনে মামলা নিষ্পত্তি করে। এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের পেশকার মো. সবদের হোসেন, নাজির মো. নুরুদ্দীন হাসনাত, অফিস সহকারী মো. নিজাম উদ্দিন,সার্টিফিকেট সহকারী মো. সালাউদ্দিন, কম্পিউটার অপারেটর মো. শামীমুর রহমানসহ অনেকে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, আমি এই প্রথম যে কোন মামলার যুক্তিতর্ক শুনার আগে অফিসের প্রতি কোন অভিযোগ আছে কিনা প্রথমে তা শুনার রেওয়াজ চালু করি।