আমগাছ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
-
প্রকাশের সময়ঃ
রবিবার, ৩১ মার্চ, ২০২৪
-
৩৭
প্রদর্শন করেছেন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আমগাছ থেকে মহাবুল লস্কর নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তাঁর বাড়ির পেছনের আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহাবুল লস্কর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন হতাশা ও যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাবুল লস্কর ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সিরাজগঞ্জের খাজা মঈনুদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে বাড়িতে নেওয়া হয়। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ে। এরপর রাত ৩টার দিকে মহাবুল লস্করকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পেছনে আমগাছে তাঁর মরদেহ ঝুলতে দেখতে পান। পরে জামজামি ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া জানান, রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মরদেহ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ছিল। মরদেহের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে।
শেয়ার করুন
এই ধরনের আরও সংবাদ