নাটোরের নলডাঙ্গায় মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
অনলাইন ডেস্ক
-
প্রকাশের সময়ঃ
শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
-
২৯
প্রদর্শন করেছেন
মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে জিয়াউর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন নাটোরের নলডাঙ্গায়। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক জামিল। শনিবার সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার পশ্চিম সোনাপাতিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জিয়াউর রহমান ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন তিনি। গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে ট্রেন যোগে মাধনগর রেল-স্টেশনে নামেন। এরপর ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়িতে নিজ বাড়ি হলুদঘর পশ্চিম পাড়াতে যাচ্ছিলেন। এ সময় নলডাঙ্গা থেকে আত্রাইগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে মারা যান তিনি। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, শনিবার সকাল পৌনে ছয়টার দিকে নলডাঙ্গা পৌর শহরের সেনাপতিল মহল্লায় একটি ব্যাটারি চালিত ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী জিয়াউর রহমান ছিটকে গিয়ে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক। ওসি আরো জানান, জিয়াউর রহমানের মরদেহ ও দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাস এবং ভ্যান জব্দটি করে থানায় নিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে। আহত জামিলকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শেয়ার করুন
এই ধরনের আরও সংবাদ