সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

শপথ নিলেন গজারিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নাহ

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৫৯ প্রদর্শন করেছেন

নিজস্ব প্রতিবেদক: শপথ গ্রহণ করলেন গজারিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনসুর আহমেদ খান জিন্নাহ।

গত ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের বিপুল ভোটে নির্বাচিত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনসুর আহমেদ খান জিন্নাহ’র শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩ জুন) বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সম্মলেন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে গজারিয়া উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোঃ মনসুর আহমদ খান জিন্নাহকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মো: সাবিরুল ইসলাম।

শপথ গ্রহণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রথম ধাপের নির্বাচন শেষ করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মুনসুর আহমেদ খান জিন্নাহ।

তিনি বলেন, জনগণের পবিত্র আমানত হচ্ছে তাদের ভোট। জনগণ বিশ্বাস করে তাদের পবিত্র আমানত দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি বিগত দুই দুইবার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আগামী দিনগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট গজারিয়া উপজেলা গড়ার লক্ষ্যে এবারের নির্বাচনে গজারিয়া বাসির কাছে যেই ইশতেহার দিয়ে দায়বদ্ধ হয়েছি তা যত দ্রুত সম্ভব বাস্তবায়নের চেষ্টা করব।

উল্লেখ্য মোঃ মনসুর আহমদ খান জিন্নাহ গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার পিতা মরহুম সালাউদ্দিন খান বকুল গজারিয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ জেড এম নুরুল হক, স্থানীয় সরকার বিভাগের পরিচালক শিশির বিচিত্র বড়ুয়া সহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ