কিছুদিন আগেই কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’কে ভারত থেকে অস্কারে মনোনীত করেছে। যা নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই জানা গেল, নতুন খবর। অস্কার–দৌড়ে আছে আরও একটি হিন্দি সিনেমা। আর সেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন এক বাঙালি অভিনেত্রী! খবর সংবাদ প্রতিদিনের
সন্ধ্যা সুরি পরিচালিত সিনেমা ‘সন্তোষ’ চলতি বছরের ২০ মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর প্রশংসিত হয়। ৯৮ মিনিটের ক্রাইম-ড্রামা ঘরানার সিনেমাটি তৈরি হয়েছে যুক্তরাজ্য, ভারত, জার্মানি ও ফ্রান্সের যৌথ প্রযোজনায়।
জানা গেল, ‘সন্তোষ’ সিনেমাটি অস্কারে পাঠিয়েছে যুক্তরাজ্য। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী শাহানা গোস্বামী।
কান উৎসবের আ সার্তে রিগা বিভাগে মনোনয়ন পাওয়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন সুনিতা রাজওয়ার, প্রতিভা অবস্থি।
টি সন্ধ্যা সুরির প্রথম সিনেমা। ছবির বেশির ভাগ অংশের শুটিং হয়েছে ভারতের লক্ষ্ণৌতে।
থ্রিলারধর্মী এই ছবির প্রেক্ষাপট উত্তর ভারতের একটি গ্রাম। ওই গ্রামের সদ্য বিধবা সন্তোষ তাঁর প্রয়াত স্বামীর চাকরি পায়। পুলিশ কনস্টেবলের পদে নিয়োগ পাওয়ার পরেই একটি অল্প বয়সী মেয়ের হত্যার তদন্তে জড়িয়ে পড়ে সন্তোষ। এরপর ধীরে ধীরে এগোতে থাকে গল্প।