মা হওয়ার পর প্রথম ‘জিগরা’ সিনেমা দিয়ে শুটিংয়ে ফেরেন আলিয়া ভাট। আগামী ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভাসন বালার ছবিটি। কিন্তু মাতৃত্বকালীন বিরতির পর কেন এ ছবিই বেছে নিলেন তিনি? সম্প্রতি ছবির প্রচারে এ প্রসঙ্গসহ নানা বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইমসের
আলিয়ার কথায়, মাতৃত্ববোধ নিয়েই তিনি এ ছবিতে কাজ করেছেন। এই ছবিতে তাঁর চরিত্রটি নিজের ভাইকে বাঁচানোর চেষ্টা করে। ভাইকে ঘিরেই চরিত্রটি আবর্তিত হয়েছে।
আলিয়া বলেন, ‘আমি যখন “জিগরা” ছবিতে চুক্তিবদ্ধ হই, তখন মনে হয়, আমি আমার বাঘিনীর মতো ছিলাম। আমার সবকিছু জুড়ে ছিল রাহা, কেউ যেন ওর কাছে না আসে—এমন একটা হাবভাব ছিল। আর এটাই ছিল আমার বড় শক্তি। সিনেমার চিত্রনাট্য পড়ে মনে হয়েছিল, আমার নিজের জীবনের অনেক কিছুই এতে আছে।’
মাতৃত্ব কীভাবে তাঁকে অভিনেত্রী ও ব্যক্তি হিসেবে পরিবর্তন করেছে? এমন প্রশ্নের উত্তরে আলিয়া বলেন, ‘আমি মনে করি না যে আমি সেই আগের আলিয়া আছি।
জীবনের আরও অনেক নতুন অর্থ তৈরি হয়েছে। এখন আমার সম্পূর্ণ মনোযোগ রাহার ওপর, ওর লালনপালন নিয়ে সব সময় ভাবনাচিন্তা করি।’
২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন আলিয়া ভাট-রণবীর কাপুর। এরপর নভেম্বরে তাঁদের মেয়ে রাহার জন্ম হয়। এদিকে মা হওয়ার ছয় মাসের মাথায় কাজের দুনিয়াতেও ফিরে আসেন আলিয়া। ‘জিগরা’ মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর।