সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন

ইসরায়েলের নির্বিচার হামলার বিরোধিতায় চীন, দৃঢ়ভাবে লেবাননকে সমর্থন

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯ প্রদর্শন করেছেন

 

লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন ও জাতীয় মর্যাদা রক্ষায় দৃঢ়ভাবে সমর্থনের ঘোষণা দিল চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন লেবাননের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় দৃঢ়ভাবে সমর্থন দেয়। বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার বিরোধিতা করে।
বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানালো।
নিউ ইয়র্কে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বো হাবিবের সঙ্গে এক বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন এই অঞ্চলের সর্বশেষ ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে লেবাননজুড়ে যোগাযোগ ডিভাইসের সাম্প্রতিক বিস্ফোরণ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নির্বিচারে হামলার দৃঢ়ভাবে বিরোধিতা করছে।
ওয়াং বলেন, সহিংসতার বিরুদ্ধে সহিংসতা মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধানের পথ নয়। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী মৌলিক নিয়ম লঙ্ঘন করে- এমন যে কোনো পদক্ষেপের তীব্র নিন্দা জানায় চীন।

তিনি বলেন, চীন একটি স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন, সেনা প্রত্যাহার এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।

এদিকে, সম্প্রতি দক্ষিণ ও পূর্ব লেবাননে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় ৩৫ শিশুসহ কমপক্ষে ৪৯২ জন নিহত এবং ১ হাজার ৬৪৫ জন আহত হয়েছে। হাজার হাজার বেসামরিক লোক বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। সেখানে এখন পর্যন্ত ৪১ হাজার ৪০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এরপর হিজবুল্ললাহর সঙ্গেও আন্তসীমান্ত যুদ্ধে জড়ায় ইসরায়েলি বাহিনী। তারা লেবাননে আক্রমণ জোরদার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্কতা উপেক্ষা করে তারা গাজা সংঘাতকে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দেওয়ার ঝুঁকির পথে হাঁটছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ