সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন

‘এদেশে শিল্প সংস্কৃতির মানুষজন অনেকটা কলা গাছের ভেলার মতো’,“শিল্পী আসিফ আকবর”

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭ প্রদর্শন করেছেন
জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর

জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি। এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা।

এ সঙ্গীত শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ শরব থাকেন। সম্প্রতি এক পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘এদেশে শিল্প সংস্কৃতির মানুষজন অনেকটা কলা গাছের ভেলার মতো।’

আসিফ আকবর লিখেছেন, ‘বাংলাদেশে যে কোন ঘটনায় প্রথম আক্রান্ত হয় সাংস্কৃতিক মাধ্যম। সব কিছু চলে, শুধু আমাদের পেশাগত ক্ষেত্র হয়ে যায় নিশ্চল। তবুও থেমে থাকিনা, অপেক্ষা করি ভাল সময়ের কখন কাজ করতে পারবো! শিল্প সংস্কৃতির মানুষজন এদেশে অনেকটা কলা গাছের ভেলার মত, রাষ্ট্রীয় বা সামাজিক নিরাপত্তার কোন ব্যবস্থাই নাই।’

দিলশাদ নাহার কনার সাথে নতুন গান আসছে উল্লেখ করে বলেন, ‘জুলাই বিপ্লবের আগে পরে তিন মাস কেটে গেল। এখনও প্রাণ ফিরেনি আমাদের পেশাগত ক্ষেত্রে। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এর ব্যানারে গাইলাম একটি ডুয়েট গান। স্নেহের দিলশাদ নাহার কনার সাথে অনেকদিন পরে গাইলাম। গীতিকবি আহমেদ রিজভী ভাইয়ের কথায় গানটি সুর করেছেন শ্রদ্ধেয় মনোয়ার হোসাইন টুটুল ভাই।’

শেষে তার ভাষ্য, ‘সঙ্গীত আয়োজন করেছেন তরুণ ট্যালেন্টেড কম্পোজার সজীব দাস। ভীষণ রকম ভালোবাসি- টাইটেলে গানটি মেলডি ঘরানার। টুটুল ভাই- রিজভী ভাইয়ের প্রথম রসায়ন, সেই সঙ্গে প্রিয় কনা এবং সজীবের সংযুক্তি পিওর রোমান্টিক গানটিকে প্রাণ দিয়েছে, আমারও ভাল লেগেছে অনেক। টিকে থাকুক আমাদের ইন্ডাষ্ট্রী, জুলাই বিপ্লবের আলোয় আলোকিত হোক সঙ্গীতাঙ্গন, ভালবাসা অবিরাম।’

পোস্টের কমেন্ট বক্সে শেখ হাসিনার নামে ফেক পেজ থেকে কমেন্ট করেছে যে, ‘আমি আর বাংলাদেশে আসবো না।’ সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আসিফ মজা করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আপনে ফলস হলেও খবরটা খুশির।’

এদিকে শাহ আলম বাদশা নামে এক ভক্ত লিখেছেন, ‘আহ্ মনোয়ার হোসেন টুটুল ভাইয়ের সুরে আসিফ ভাইয়ের গান, শৈশবের কথা মনে পড়ে গেলো আসিফ ভাই। আসিফ আকবর, রাজীব আহমেদ, মনোয়ার হোসেন টুটুলের গান কয় নাম্বারে, ঐ গানটা আগে শুনতে হবে, অপেক্ষা করছি গানটির জন্য।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ