সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন

আমিও যৌন হেনস্থার শিকার: ভূমি পেডনেকর

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২১ প্রদর্শন করেছেন

ভারতীয় অভিনেত্রী ভূমি পেডনেকর অভিযোগ করে বলেছেন, আমিও যৌন হেনস্থার শিকার হয়েছি।

সম্প্রতি কলকাতার আরজি কর হাসপাতালে এক চিকিৎিসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুরো ভারত জুড়েই তোলপাড় শুরু হয়েছে। সেই ঘটনার পর থেকেই অনেক অভিনেত্রী ক্যারিয়ারের বিভিন্ন সময়ে যৌন হেনস্থার শিকারের ঘটনা প্রকাশ্যে আনছেন।

যৌন হেনস্থা নিয়ে এবার মুখ খুলেন অভিনেত্রী ভূমি পেডনেকর। তিনি বলেছেন, যুগ যুগ ধরে চলে আসা অত্যাচারে জর্জরিত নারী। এক কথায় সেই সমস্যার সমাধান সম্ভব নয়। কিন্তু মেয়েদের এবার মুখ খুলতে হবে। মুখ বুজে সহ্য করার বদলে মুখ খুলতে হবে। জানাতে হবে তাদের সঙ্গে প্রতি মুহূর্তে ঘটে যাওয়া অত্যাচারের কথা। সমাজকে জানাতে হবে। তবে সমাজকে পাশে পাবেন তারা।

অভিনেত্রী বলেন, দেশের প্রত্যেকটি পরিবারের মেয়েরা কোনও না কোনও ভাবে হেনস্থার শিকার হয়েছেন। আমিও আক্রান্ত হয়েছি। দিনের পর দিন সেই ঘটনা মনের মধ্যে পুষে রেখেছি। যার ছাপ এবং চাপ পড়েছে জীবনযাত্রার উপর যা কাম্য নয়।
তিনি আরও বলেন, ঘর থেকেই পরিবর্তন শুরু হোক। নারী যেমন পুরুষকে সম্মান করবেন, তেমনই পুরুষও সম্মান করতে শিখুক নারীকে। তবেই লিঙ্গ বৈষম্য দূর হবে। এখনকার শিশুরা যেন আগের তুলনায় অনেক বেশি অমানবিক। ওরা অনায়াসে কুকুরের লেজে বাজি বেঁধে জ্বালায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ